
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটির বিরুদ্ধে অনিয়ম দূনীতির অভিযোগ প্রমানিত হওয়ায় কমিটি বিলুপ্ত করে আছাদুজ্জামান আছাদকে সভাপতি এবং ইসমাঈল হোসেন গাইনকে সাধারন সম্পাদক এবং এখলাছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে তারালী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। থানা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহম্মেদ রনি এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি আব্দুল্লা আল-মামুন, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান রিপন, রিতম ঘোষ, সাংগঠিক সম্পাদক আরিজুল ইসলাম, হাফিজুর রহমান, প্রচার সম্পাদক জামাল হোসেন প্রমুখ। আগামী এক বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন দেওয়া হলো।