
হাফিজুর রহমানঃ- বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন এর অনুপ্রেরণায় ও দিকনির্দেশনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদির নেতৃত্বে বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার দুপুরে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, মৌতলা টু পিরোজপুর নতুন বাইপাস সড়ক সহ বিভিন্ন জায়গায় পেয়ারা, লেবু,আঁশফল গাছ সহ প্রায় ৫০ টির অধিক গাছ রোপন করা হয়।এই সময় উপস্থিত ছিলেন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির হান্টু,শিক্ষক হারেছ উদ্দিন,মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,
দপ্তর সম্পাদক আনিসুর রহমান (আনিছ) নির্বাহী সদস্য রাশিদুল ইসলাম (জয় বাংলা),ছাত্রলীগ নেতা শাহারিয়ার হোসেন,বাবলুর রহমান সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা অনেক মেহেদী বলেন, সবুজ শ্যামল এ দেশটা আগের মতো আর সবুজ শ্যামল নেই। যেসব গুণের কারণে আমাদের এ দেশকে সবুজ-শ্যামল বলা হতো তা হল চারদিকে ঘন গাছপালা আর সবুজের সমারোহ। এখন সেই সবুজ-শ্যামল রূপ খুব কমই চোখে পড়ে। গাছপালা ও ফসলি জমি ধ্বংসের কারণে পাখপাখালিও আগের মতো দেখা যায় না। গাছপালা কাটার ফলে পাখিদের আশ্রয়স্থল কমে যাচ্ছে।নির্বিচারে গাছপালা কাটার কারনে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়বে।
বেপরোয়াভাবে কেউ গাছপালা কাটলে তেমন কোনো প্রতিবাদও হয় না এখন। ফলে নির্বিচারে বৃক্ষ নিধনের মিছিলে নেমে পড়ছে অসাধু চক্র। তাই পরিবেশগত সমস্যা বেড়েই চলেছে। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’- এই হোক আমাদের প্রাণের স্লোগান। ফসলি জমি রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। আজকের দিনে শিশু-কিশোরদের কাছে আগেকার দিনের ফল-ফলাদির কথা বললে তারা বিশ্বাসই করতে চায় না। সেই দিন আবার ফিরিয়ে আনতে হবে। এজন্য দরকার অধিক হারে বৃক্ষরোপণ করা। গাছে গাছে, ফুলে-ফলে ভরে উঠুক আমাদের বাড়ির আঙ্গিনা। স্কুল প্রতিষ্ঠানে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রাখতে হবে। বৃক্ষ নিধনের মিছিল এভাবে চলমান থাকলে মানবজীবন হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সবার দৃষ্টি আকর্ষণ করছি।