
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: উপজেলা জুড়ে বিভিন্ন মৎস্য ঘেরের আউটড্রেন/নালা নির্মাণ বিষয়ক এক বিশেষ প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টার সময় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ৫ নং পোল্ডারের গোবিন্দকাটি স্লুইচ গেট হইতে অত্র এলাকায় এ প্রচরনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, পানি উন্নয়ন উপ-সহকারি প্রকৌশলী আব্দুল খালেক, থানার উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল প্রমুখ। এছাড়াও এলকার ঘের মালিক, মৎস্য ব্যবসায়ী সহ এলকার সুধী, সাংবাদিক ও গণ্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রচারণা কর্মসূচিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল তার বক্তব্যে বলেন সরকারি নিদের্শনা এবং দুর্যোগ ব্যবস্থপনা সংক্রান্ত নিদেশাবলী মেনে না চললে আইনগত ভাবে এখন থেকে ঘের মালিকদের অর্থ দন্ড ও জেল জরিমানা দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাধ ছাড়া উপজেলা জুড়ে সকল সরকারি রাস্তার পাশে মৎস্য ঘের নির্মান করতে হলে প্রথমে তাকে ঘেরের আউটড্রেন বা পানি সরানোর নালা খনন করতে হবে। ঘেরের লবণাক্ত পানিতে যদি কোন সরকারি রাস্তা বা স্থাপনার ক্ষতি হয় তাহলে সাথে আদালত উক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে অর্থদন্ড অথবা জেল দেওয়া হবে। তাই এখন থেকে যারা ঘের করে মৎস্য চাষ করবেন তাদেরকে আগে এই আদেশ নির্দেশ মেনে চলতে হবে অন্যথায় আইন লংঘন কারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।