
হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ– কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে নূরুজ্জামান মোড়ল (৩২) নামে এক ঘের মালিক আত্মহত্যা করেছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের আরিজুল মোড়লের ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত ঘের মালিক নুরুজ্জামান মোড়ল ঋণের যন্ত্রণায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে পরিবারের অজান্তে শুক্রবার সকাল ১০ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সেলিম রেজা মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।