
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কালিগঞ্জ সরকারি কলেজে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
এ সময় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্কুল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফোরাম সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে সর্বমোট পাঁচ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

