
কালিগঞ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ- আশাশুনি) তে সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ ও ধানেরশীষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় কালীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি’র সদস্য বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সিনিঃ যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান (বাপ্পী), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাসক সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রেকন। উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ছাত্রদলের নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রোকনুজ্জামান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি আজ নতুন আশার আলো দেখছে। কাজী আলাউদ্দীনের মতো জননন্দিত নেতাকে মনোনীত করার মাধ্যমে সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির শক্তি ও গণআন্দোলন আরও বেগবান হবে।বক্তারা আরও বলেন,“এই আসনের জনগণ বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ।গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কালিগঞ্জ- আশাশুনির প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকবে শেষ পর্যন্ত।অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সফলতা নিশ্চিত করেন আশাশুনি উপজেলা বিএনপি। সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

