আব্দুর রহিম, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জে ৯নং মথুরেশপুরের ইউনিয়নের সেকেন্দানগর চৌমুহনী বাজারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি এর সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনের নেতৃত্বে একটি নির্বাচন বিরোধী মিছিল হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় বিএনপি জামাতের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত একদল জনতা বাঁশের লাঠি লোহার রড নিয়ে সরকারকে অবাঞ্চিত ঘোষণা করে এবং আগামী ৭ জানুয়ারি নির্বাচনে যেন কেউ ভোটকেন্দ্রে না যায় এই স্লোগান দিতে থাকে। ইতোমধ্যে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের প্রাইভেট কারটি সেখানে উপস্থিত হলে মিছিল কারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম এবং তার ড্রাইভার গাড়ি থেকে নেমে ১জনকে আটক করতে সক্ষম হয় এবং পরবর্তীতে থানা অফিসার ইনচার্জকে অবগত করলে কালিগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ কুমার সানা ঘটনাস্থলে আসেন এবং আরো ১জনকে আটক করেন। এরা কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের জীরনগাছা বাজার এলাকার বাসিন্দা। একদল জামাত বিএনপি সেকেন্দ্র নগর চৌমুহনী বাজারে জামাত নেতা হাফেজ খাইরুল ইসলাম পিতা মোঃ আনসার আলী এর বাড়িতে আশ্রয় নেয়। হাফেজ খায়রুল ইসলাম এর নিকট সংবাদ সংগ্রহ করতে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিনিধিকে মারতে উদ্যত হন। উল্লেখ্য হাফেজ খাইরুল ইসলাম সহিংস ঘটনার আসামি, কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়ি এসেছেন। ঘটনাস্থল হতে জানা যায় এ সকল জামাত-বিএনপি নেতাকর্মীরা মিছিল করার পূর্বে লাঠি লোহার রড নিয়ে সেকেন্দ্রনগর চৌমুহনী বাজারে অবস্থিত আজিজিয়া ক্লিনিকে আত্মগোপন করেছিল।