
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি পুলিশের সমন্বয় উদ্দেগ্যে মামলার জট কমানো ছাড়াও সমাজ থেকেও সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ মুক্ত করতে হবে। সেজন্য পুলিশ জনগণ ঐক্য বদ্ধভাবে কাজ করে পুলিশিং কমিউনিটি ফোরমকে শক্তিশালী করতে হবে। তা হলে ছোট-খাটো গ্রাম্য বিবাদ হানাহানী শালিশের মাধ্যমে মিমাংশা করলে মামলার জট কমবে। এজন্য প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নে মাদক ব্যবসায়ী, জঙ্গিবাদ, বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ এবং পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে সমাজ থেকে মাদক সন্ত্রাস কমে আসবে। একজন মাদকাসক্ত ব্যাক্তি পরিবার, সমাজের তথা জাতির বোঝা। এজন্য প্রথমে মাদক থেকে পরিবার মুক্ত হলে আমাদের সমাজ ও মুক্ত হবে। সেজন্য পুলিশের উপর নির্ভর না করে প্রত্যেকের এগিয়ে আসতে হবে। কালিগঞ্জ থানা দালাল, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত থানা গঠন করা হবে। এখানে এসে কেউ অযথা হয়রানির শিকার হলে তা সাথে সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাকে জানাতে পারেন। সন্ত্রাস মাদকের কোন দল নেই এরা সমাজের শত্রু। শনিবার বেলা ১২টার সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে কালিগঞ্জ থানা পুলিশিং ফোরমের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবের অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম এ কথা গুলো বলেন। কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে দিনে কর্মসূচির মধ্যে ছিল বেলা ১১টার সময় কালিগঞ্জ কমিউনিটি পুলিশি ফোরমের ১২টা ইউনিয়নের সদস্যদের নিয়ে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী কালিগঞ্জ থানা হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় কালিগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরমের সহ-সভাপতি আলহাজ¦ খাঁন আছাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিক্ষনবিস) রাকিবুল ইসলাম, কালিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন, থানার ওসি তদন্ত আজিজুর রহমান, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক (খোকন), মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, আব্দুল রউফ, থানার উপ-পরিদর্শক অনুপ সরকার, ইউপি সদস্য শামছুজ্জামান, ভাড়াশিমলা পুলিশিং ফোরমের সভাপতি জালাল উদ্দীন ও ফরিদা আকতার বানু প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ১২টি ইউনিয়নের কমিউনিটি ফোরমের সভপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য, সুধী, সাংবাদিক ও থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।