
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানাসুত্রে জানাগেছে, উপজেলার পূর্ব নালতা গ্রামের আব্দুর রাজ্জাকেরর দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার ( ১৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কালিগঞ্জ থানার এস আই রাসেল মাহমুদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম মিঠু( ৪০) কে আটক করে। সে উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত মকবুল হোসেন সরদারের পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি (তদন্ত) এ প্রতিনিধিকে জানান।