আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করলেন দীপংকর দাশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর-২৩) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আজাহার আলী এর নিকট হতে দায়িত্বভার বুঝে নেন। ৩৪তম বিসিএস বাংলাদেশ প্রশাসন ক্যাডারের তিনি যোগদান করেন। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে ১২ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে যোগদান শেষে করে সন্ধ্যা সাড়ে ৫ টায় কর্মস্থল কালিগঞ্জ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান। এ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময়ে নবাগত ইউএনও তার কার্যালয়ে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।