আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর হতে ৯০পিচ ইয়াবাসহ তিনজন আটক হয়েছে। আটককৃতরা হলেন কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মো. ইসরাফিল তরফদারের পুত্র সাবেক ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ও অপহরণ, মার্ডার সহ একাধিক মামলার আসামী ইকবাল হোসেন উজ্জল (২৮), সোতা গ্রামের নূর মোহাম্মদ মোড়লের পুত্র আলমগীর হোসেন (২৩), শ্যামনগর উপজেলার গুমন্তলী গ্রামের মো. মুজিবর রহমানের পুত্র মো. সাইদুল ইসলাম ( ২৭)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক দুপুর ২ টায় কালিগঞ্জ থানার এস আই বুলবুল হোসেন,এ এস আই তারক চন্দ্র দাস, এএস আই মফিজুল ইসলাম সহ-সঙ্গীয় ফোর্স শংকরপুর ইসরাফিল তরফদারের বাড়ি অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। থানা সূত্রে জানা যায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নং -১৫।
কালিগঞ্জে ইয়াবাসহ তিনজন আটক
পূর্ববর্তী পোস্ট