
কালিগঞ্জ ব্যুরো: ধানক্ষেতের চতুর্পাশের বেড়ী বাঁধে ইদুর মারার ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আনার আলী গাজী নামে( ৬২) একজনের মৃত্যু হয়েছে। নিহত আনার আলী গাজী রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের মৃত শহর আলী গাজীর পুত্র। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুই মহল গ্রামে।
থানা স‚ত্র এবং স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আনার আলী ভোরে তার জমিতে যাওয়ার সময় গড়ুইমহল গ্রামের রওশন গাজীর ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মরে থাকে। সকালে খোঁজাখুঁজির পরে তার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেয়। পরে থানা হতে উপ- পরিদর্শক খবির হোসেন ঘটনা স্থলে যেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে ঘটনার পর হতে রওশন বাড়ি হতে পালিয়ে যায়।