
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: আকষ্মিক ঝড়-বৃষ্টি পরে বৈদ্যুৎতিক শর্ট সার্কিটের আগুনে পালিশ-কুড়ার গুদামে আগুন লেগে ভষ্মিভূত হয়ে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকাডাঙ্গা গ্রামে ভাই ভাই এন্টার প্রাইজ মালিক মুনজুর হোসেনের পালিশ-কুড়ার গুদামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১ টার সময় মহৎপুর অবস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর মধ্যে প্রায় শতাধিক পালিশ-কুড়ার বস্তা এবং গোড়াউনের টিন এবং ভিতরে রক্ষিত স্টিলের আলমারির মালামাল ও প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে ছাই হয়ে যায়। সকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে গুদামের কর্মচারী মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আব্দুল্লা , শফিউল্লাহ জানান প্রতিদিনের ন্যায় কাজ কর্ম শেষ করে সন্ধ্যা ৬ টার গুদাম বন্ধ করে তারা বাড়ীতে চলে যায়। রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কমীদের খবর দেয়। ফায়াস সর্ভিস কর্মীরা আসার আগেই প্রায় শতাধিক বস্তা পালিশ-কুড়া ও গুদাম পুুড়ে যায়। ঐ সময় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। গুদাম মালিক মুনজুরুল হোসেনকে ঘটনাস্থলে না পেলেও তিনি ফায়ার সার্ভিসের রিপোটের জন্য দৌড় যাপ শুরু করে। গুদাম মালিকের ভাই রবিউল ইসলাম জানান তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্র্যাক ব্যাংক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ নেওয়া আছে। যে কারণে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের রিপোর্ট এবং থানায় জিডি করার কাজে ব্যস্ত ছিলেন।