
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে পড়ে ১ ভাটা শ্রমিকের ৫৬ হাজার টাকা ও মোবাইল সহ সর্বস্ব হারিয়ে হাসপাতালে ভর্তি। সোমবার রাত ১১টার সময় যাত্রী বাহী বাস হতে কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উদ্ধার তাকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি ভাটা শ্রমিক আলগীর হোসেন (৩৫) উপজেলার পাইকাড়া গ্রামের জনাব আলী পুত্র। হাসাপাতালে তার স্বজনরা জানান। আলমগীর হোসেন ফরিদপুর ইটভাটা হতে কাজ করে সোমবার বাসযোগে বাড়ী ফেরার পথে সাতক্ষীরা হতে একটি যাত্রী বাহী বাসে উঠলে বাসে এক ব্যাক্তি বন্ধুত্বের ছলে তাকে চকলেট ও কোমল পানীয় খেতে দেয়। সেটি খাওয়ার পরে সে জ্ঞান হারালে তার কাছে রক্ষিত ৫৬ হাজার টাকা এবং ৩টি মোবাইল সেট নিয়ে অজ্ঞান পার্টির সদস্যরা পথে নেমে যায়। অজ্ঞান অবস্থায় কালিগঞ্জ বাস-টার্মিনালে রাত ১১টার সময় শ্রমিক ইউনিয়নের সদস্যরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতারে ভর্তি করে।