
হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ- কালিগঞ্জে করোনার ভাইরাসের উপসর্গ নিয়ে ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ( ১৬ জুন) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী এলাকার মো: আশরাফ আলী সরদারের ছেলে।
হাসপাতাল ও প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বর, সর্দি,কাশি অনুভব করে নিজ বাড়ীতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছিল। কিন্তু ১৬ জুন বুধবার সকালে সাইফুল ইসলাম এর অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের প্রায় সকল উপসর্গ দেখে রোগীকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরায় রেফার্ড করে দেন। সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে ৫ টার দিকে ভাড়াশিমলা নামক স্থানে পৌঁছালে সাইফুলের এর মৃত্যু হয়।