
অনলাইন ডেস্ক :
রাতের আধার ঘনিয়ে এসেছে চারদিকে। কোথাও কেউ নেই। চারদিকে শুধুই নীরাবতা। ঠিক এমন সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও তার স্ত্রী লাভলী কামাল হাজির হন সাতক্ষীরা শহরের কামালনগর বস্তিতে। বাড়িতে কেউ আছেন- ডাকতেই একে একে বের হয়ে আসেন বস্তির বাসিন্দারা।
জেলা প্রশাসক ও তার স্ত্রীকে দেখে বিস্মিত হন তারা। এ সময় করোনো পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে বাড়িতে অবস্থানকারী এসব খেটে খাওয়া মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক ও তার স্ত্রী লাভলী কামাল। সেই সাথে তারা বস্তিবাসীর প্রতি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িতেই অবস্থান করার অনুরোধ জানান।
কামালনগর বস্তির বাসিন্দারা জেলা প্রশাসকের এমন সস্ত্রীক উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, কাজে যেতে না পারায় খুবই কষ্টে দিনানিপাত করতে হচ্ছে। কাল থেকে কি খাব, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু আল্লাহ খাদ্য পাঠিয়ে দিয়েছেন।
তিনিই রিযিকের মালিক। ভাবতেই পারিনি ডিসি স্যার তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসবেন। প্রসঙ্গত, এসময় বস্তির প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি পিয়াজ ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।