
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির কাদাকাটি ইউনিয়ন পরিষদে তালা মেরে পরিষদের কার্যক্রম বন্ধ করায় সেবা পেতে ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক জহির উদ্দিন মোড়ল, আল মাহমুদ মোড়ল, আসাদুল শাহা, ছোটলাল সাহা, আলেক গাজী, শফি সরদার, খাইরুল গাজী।
বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর ইউপি সদস্য জাহাঙ্গীর ও উজ্জ্বল গত ১৮ই সেপ্টেম্বর রাতে পরিষদের প্রত্যেকটা কক্ষে এবং মেইন গেটে তালা মেরে পরিষদের কার্যক্রম বন্ধ করিয়েছে। পরিচয় পত্র, ওয়ারেশ কায়েম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, শারদীয় দুর্গা পূজার চাউল, ভিডব্লিউবি এর চাউল নিতে পারছে না। ইউপি সদস্য জাহাঙ্গীর মোড়লের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি কাজ না করে বিল উত্তোলন করেছে। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর সর বিএনপি’র ছত্রছায়ায় নানা কর্মকান্ড করে বেড়াচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর মোড়ল বলেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইউনিয়নবাসী।