
আশাশুনি প্রতিবেদক: সারা দেশের ন্যায় আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে ৩টি পৃথক পৃথক স্থানে কোভিড-১৯ এর টিকাদান ক্যাম্প শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাদাকাটি ইউনিয়ন পরিষদ, কাদাকাটি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং টেংরাখালি আদর্শ শিক্ষা নিকেতন এ পৃথক পৃথক এ ক্যাম্প পরিচালনা করা হয়। ইউনিয়নের ৩টি করে ওয়ার্ড নিয়ে গঠিত প্রতিটি ক্যাম্পে ২০০ জন করে সর্বমোট ৬০০ জন ব্যক্তি রেজিষ্ট্রেশন কার্ড ও আইডি কার্ড দেখিয়ে টিকা গ্রহন করেন। প্রত্যেক ক্যাম্পে বয়স্ক, প্রতিবন্ধী ও মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এদিন সকালে কাদাকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল পদ্ধতিতে টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ও কাদাকাটি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপংকর কুমার সরকার দ্বীপ এর সার্বিক ব্যাবস্থাপনায় স্বাস্থ্যকর্মীবৃন্দ প্রতিটি ক্যাম্পে টিকা প্রদান করেন। এসময় ইউপি সদস্যবৃন্দ ও আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।