
নিজস্ব প্রতিবেদক: কাথন্ডা আমিনিয়া আলিম মাদরাসা গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলুর সভাপতিত্বে গভর্ণিং বডির সভায় মাদরাসার শিক্ষার মানোন্নয়নে এবং সামগ্রীক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডির সদস্য সচিব অধ্যক্ষ মাও. মো. আব্দুল গাফফার, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম, কাথন্ডা আমিনিয়া আলিম মাদরাসা গভর্নিং বডির দাতা সদস্য মো. নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. আবুল কাশেম, মো. আমিনুর রহমান, মো. আজিজুর রহমান, ইকরামুল, সংরক্ষিত অভিভাবক সদস্য মোছা: নাছরিন সুলতানা, সাধারণ শিক্ষক সদস্য মো. কবিরুল বাশার, মো. হায়দার আলী ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শারাবান তহুরা প্রমুখ। এসময় কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।