
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের কাঠালতলা টু নারায়নজোল প্রাইমারী স্কুলের রাস্তাটি দখলের পায়তারা চলছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ ও প্রায়শই বাকবিতন্ডা হচ্ছে। অবিলম্বে এই রাস্তা দখল বন্ধে কার্যকরী প্রশাসনিক ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক এলাকাবাসী সূত্রে জানা যায়, আগরদাড়ি ইউনিয়নের কাঠালতলা টু নারানজোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়তের রাস্তাটি ২০০৬ সালে তৎকালীন চেয়ারম্যান আব্দুর রহমানের উদ্যোগে সরকারি ও স্থানীয় আমিন সহকারে মেপে ইট বসানো হয়। আগরদাড়ী মৌজার জেএল নং ৫৫, সিট নং ১, এসএস ৭৬ দাগ ও আরএস ৮৯ দাগে রাস্তাটির অবস্থান। মাপ অনুযায়ী রাস্তাটি ২০ফুট চওড়া। দীর্ঘদিন এ রাস্তাটি ব্যবহার করে আসছেন নারায়নজোলে যাতায়তকারী অনেকেই। এ ছাড়াও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার প্রধান রাস্তা এটিই। নির্বাচন পরবর্তীকালীন সময়ে নব-নির্বাচিত চেয়ারম্যান এখনও শপথ গ্রহণ করেনি বিধায় ইউনিয়নের অনেক বিষয়ই এখন অরক্ষিত। এ সুযোগ নিয়ে কাঠালতলায় রাস্তাটির শুরুতেই অবস্থানকারী মৃত. সুলতানের ছেলে নইদুল মাষ্টার ও মৃত. হোসেনের ছেলে নূর ইসলাম রাস্তাটি দখলে নেমেছেন। ইতোমধ্যেই নইদুল মাষ্টার তার ভিটাবাড়ীর সামনে দিয়ে যাওয়া এ রাস্তার ৫-৬ফুট রাস্তা দখল করে নেন। এসময় তিনি রাস্তা বেশ কিছু ইট তুলে নিয়ে যান। দখল নিশ্চিতে রাস্তার পার্শ্বে গর্তও করেন তিনি। এরই মাঝে দখলকৃত স্থানে গাছ লাগানোর চেষ্টাও করেন নইদুল ও নূর ইসলাম অভিযোগ করেন স্থানীয়রা। পাঁচ শতাধিক মানুষের যাতায়তের পথটি বেদখ হওয়ার হাত থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।