নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়া এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও সড়কে নির্মাণ সামগ্রী ঢেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলরনুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, পৌরসভার এসও সাগর দেবনাথ, নির্মাণ কাজের ঠিকাদার মো. আব্দুস সালাম প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে পৌরসভার ২নং ওয়ার্ডে কাটিয়া সরকার পাড়া সাংবাদিক আসাদুজ্জামান আসাদের বাড়ি হতে করিম মেস সরকারি কলেজ রোড সড়ক অভিমুখে ২০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।