
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাকডাঙ্গা বিওপির আওতাধীন রাজ্জাকের মোড় নামক স্থান থেকে প্রায় ১ কেজি ওজনের (৯৩১গ্রাম) ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টায় কাকডাঙ্গা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এসময় ওই স্বর্ণ উদ্ধার করা হয়।এগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানা যায়। সাতক্ষীরা ৩৩, বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার সাংবাদিকদের কাছে এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।