কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় ২৫৫পিস ইয়াবাসহ মাসুদ রানা(২৭)নামে এক যুবক আটক হয়েছে। সে উপজেলার বড়ালি গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে। রোববার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেনের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকা থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানাকে আটক করেন। তার কাছ থেকে ইয়াবা-২৫৫ পিস, মোবাইল ফোন-১টি, সিম কার্ড ২টি, মেমরী কার্ড ১টি উদ্ধার করে র্যাব সদস্যরা।