
কামরুল হাসান : কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ম্যাক্স নিউট্রিওয়াশ প্রজেক্ট এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে পুষ্টি বিষয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া হাসপাতালের টিএইচএ ডা: কামরুল ইসলাম। অনুষ্ঠানে শিশু ও মাতৃত্বকালীন সময় এবং নারী-পুরুষদের জীবনধারা বিকাশে পুষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী অধ্যাপক এমএ কালাম, পলাশ খান চৌধুরী, শেখ মোসলেম আহমেদ, মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আনোয়ার হোসেন, সরদার জিল্লুর, বুলু আহমেদ, মোস্তাক আহমেদ, এমএ সাজেদ, এসএম ফারুক হোসেন, জুলফিকার আলী, আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান, আজগর আলী প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিএইচও ডা. কামরুল ইসলাম বলেন-স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির কোন বিকল্প নাই। ছোট বয়স থেকেই শিশুসহ সকলকেই পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে পুষ্টি নিয়ে নানান তথ্য ও বিভিন্ন করনীয় বিষয় উপস্থাপন করেন ম্যাক্স নিউট্রি ওয়াশ এসকেএস এর প্রজেক্ট ম্যানেজার দুরুল হুদা মন্ডল। এসকেএস’র মনিটরিং অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় ফিল্ড সুপারভাইজার তুষার পারভেজ, আনিছুর রহমান, উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাজনীন নাহার উপস্থিত ছিলেন। উল্লেখ্য- উপজেলার ৩টি ইউনিয়নে পুষ্টি বিষয়ক কার্যক্রম পরিচালনা করেছেন বলে এসকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।