কলারোয়া ব্যুরো: কলারোয়ায় র্যাবের অভিযানে শাহিন শেখ (৪৭) নামে এক ব্যক্তি ১কেজি গাঁজাসহ আটক হয়েছে। আটক শাহিন উপজেলার রায়টা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। শনিবার বিকেলে কলারোয়া সরকারি কলেজের সামনে থেকে সে আটক হয়। এসময় তার কাছ থেকে র্যাব সদস্যরা ৩০ হাজার টাকা মূল্যের ১কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি জামিল হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-২১(৪)২১ দায়ের করেছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, আটককৃত ব্যক্তিকে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কলারোয়ায় র্যাবের অভিযানে গাঁজাসহ আটক এক
পূর্ববর্তী পোস্ট