
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে ভারতীয় জাল রুপি ও ইয়াবা সহ এক ভারতীয় নাগরিক বিজিবির অভিযানে আটক হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৩/৩-এস এর ১২ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দা গ্রামের মসজিদের পার্শ্বে (জিআর নং-৯৩০২৮৮ এমএস ৭৯ বি/১৩) অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবা এবং ৪৪,০০০/- (চুয়াল্লিশ হাজার) ভারতীয় জাল রুপিসহ ভারতীয় নাগরিক মোঃ ইব্রাহিম গাজী (ছোট) (২৯), পিতা- মৃত মনতাজ গাজী, গ্রাম- দরকান্দা, পোষ্ট-হাকিমপুর, থানা- স্বরুপনগর, জেলা- চব্বিশ পরগনা (ভারত) কে আটক করে। উক্ত চোরাচালানের সাথে জড়িত বাংলাদেশী নাগরিক মোঃ কিবরিয়া, পিতা- সৈয়দ আলী, গ্রাম- রাজপুর, পোষ্ট- সোনাবাড়িয়া, থানা- কলারোয়া ও জেলা- সাতক্ষীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটককৃত ভারতীয় নাগরিককে জাল নোট ও মাদকদ্রব্যসহ কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।