
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বুধবার নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১৪ জনের নমুনা পরীক্ষায় ৫জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার।
বুধবার করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রাামের সুমাইয়া ইয়াসমিন (২৭), একই গ্রামের শাহের বানু (৪৫), জালালাবাদ ইউনিয়নের বুইতা গ্রামের আনিছুর রহমান (২৮) এবং হেলাতলা ইউনিয়নের কোটাবাড়ি গ্রামের বিপ্লব (৩০) ও একই গ্রামের আয়েশা (২১)।