
কামরুল হাসান: শনিবার সকাল ১০ টায় কলারোয়ায় নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্র প্লাাস্টিক দূষণ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, ক.পা.ই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, আম্পায়ার মিজানুর রহমান মিজান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাষ্টার শেখ শাহাজান আলী শাহিন। অনুষ্ঠানে একাধিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন ।