
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এবার করোনা উপসর্গ নিয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
৩ নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন জানান, আমেনা খাতুন ৬-৭ দিন যাবত জ্বরে ভুগছিলেন৷ শনিবার রাতে তাকে পরিবারের সদস্যরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ইউপি চেয়ারম্যান সূত্রে জেনেছি একজন অর্ধ বয়স্ক নারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ মৃতের দাফন সম্পন্ন করার জন্য ৬টি পিপিই ইউপি চেয়ারম্যানের নিকট দেয়া হয়েছে৷