
কলারোয়া ব্যুরো: কলারোয়ায় এক সাইকেল চোরকে আটক করে পুলিশে দিলো জনতা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কলারোয়ার দমদম পটলের হাটে। সাইকেল চোর ইউছুপ আলী (২৬) উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের এলাহী বক্স মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দমদম পটলের হাট থেকে এক কৃষকের বাইসাইকেল চুরি করে নিয়ে পালানোর সময় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। থানার এসআই ইসমাইল হোসেন জানান-সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দমদম বাজারে পটল বিক্রয় করতে আসে দামোদারকাটি গ্রামের কৃষক খোরশেদ আলী। তিনি ওই বাজারের মধ্যে সাইকেলটি তালা মেরে রেখে দেন। সেখান থেকে তালা ভেঙে সাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ইউছুপ আলীকে ধাওয়া করে ধরে ফেলে। পরে থানা পুলিশে তারা চোরকে সোর্পদ করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।