
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া থানা পুলিশ ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর- উল-গীয়াস এর দিকনির্দেশনায় এসআই মোঃ রইচ উদ্দীন, এএসআই শেখ মোস্তাক আহম্মেদ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কলারোয়ার কাদপুর গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে মোঃ সেলিম হোসেন (৪০)কে সোমবার দুপুর পৌনে ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসত বাড়ি হতে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। চিহ্নিত ওই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হওয়ার বিষয়টি থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস নিশ্চিত করেন।