
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এবারে দিবসের পতিপাদ্য বিষয় “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অগ্রযাত্রা”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্ট আয়োজিত মানবাধিকার দিবসে র্যালি মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে কলারোয়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজাফফর উদ্দীন, সমবয় কর্মকর্তা নওশের আলী, জেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্ট কমিটির সাধারণ সম্পাদক শেখ রাফাত হোসেন, উপজেলা কমিটির সভাপতি শেখ আশিকুর রহমান মুন্নাসহ গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধি।