
কামরুল হাসান, কলারোয়া:
কলারোয়া উপজেলার বাকসা (তাঁতীপাড়া) গ্রামের দিনমজুর জামাল গাজীর তিন বছরের শিশুসন্তান সম্প্রতি অগ্নিদগ্ধ হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা সেবক একতা সংঘ’।
শুক্রবার বিকালে বালিয়াডাঙ্গা বাজারে আমরা সেবক একতা সংঘের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে অগ্নিদগ্ধ শিশু আব্দুর রহমানের বাবা জামাল গাজীর হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আমরা সেবক একতা সংঘের সভাপতি প্রভাষক শেখ আলকামুন, সাধারণ সম্পাদক এস এম শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান (বাবু) ও শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হোসেন আলী।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক দামুড়হুদা শাখার মুখ্য কর্মকর্তা তাহমিদুর রহমান (মন্টু), লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান, সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ রুহুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল, শিক্ষক প্রতিনিধি শাহিনুর রহমান প্রমুখ।