
কামরুল হাসান, কলারোয়া:
কলারোয়া পৌরসভার ভেতরে রাস্তাঘাট ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পঁচা দূর্গন্ধে অতিষ্ট জনসাধারণ। রাস্তা দিয়ে হাটার সময় ময়লার পঁচা গন্ধে মাথা ঘুরে যায় পথচারীদের। দিনের পর দিন জমে থাকা ময়লা-আর্বজনার গন্ধ পাওয়া যায় অনেক দূর থেকেই। কিন্তু সেদিকে বিন্দুমাত্র দৃষ্টি নেই পৌরসভা কর্তৃপক্ষের।
কলারোয়া খাদ্য গুদামের সামনে রাস্তার পাশে ময়লার স্তুপ দেখলে মনে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির বড়ই অভাব। এছাড়াও কলারোয়া সরকারি কলেজের ছাত্র হোস্টেলের সামনে, সরকারি পাইলট হাইস্কুলের সামনে, উপজেলা মোড়সহ প্রেসক্লাবের সামনেও দেখা যায় পাহাড় সমান ময়লার স্তুপ। সময়মত অপসারণ না করায় এসব জনবহুল এলাকাগুলো আর্বজনার নিচে চাপা পড়ে যাচ্ছে। দূষিত হচ্ছে বাতাস, অসুস্থ হচ্ছে জনসাধারণ। ময়লার পঁচা দূর্গন্ধে এসব এলাকার বাসিন্দারা অতিষ্ট হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, জমে থাকা আবর্জনার গন্ধ বাতাসে ভেসে পরিবেশ দূষিত হচ্ছে। এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি রাস্তার পাশে জমে থাকা এসব ময়লার স্তুপ সড়ক দূর্ঘটনার প্রবণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বিষয়টি আমলে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার স্থানীয়রা।