
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ার বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০সেপ্টেম্বর) বিকালে কেঁড়াগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ মাগফুর আলী লালু, সদর উপজেলার সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, সদর উপজেলার সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন- বাকসা সম্মলিত জামে মসজিদের ইমাম মাওলানা হাসানুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন- ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন।