
কেঁড়াগাছি (কলারোয়া) সাতক্ষীরা: কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে একজন করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ঐ রোগী বালিয়াডাঙ্গা বাজারের বাসিন্দা শাবুর আলীর ছোট কন্যা সুমি আফরিন (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ সপ্তাহ পূর্বে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে রাজধানী ঢাকা থেকে বালিয়াডাঙ্গা বাজারস্থ বাবার বাসায় আসেন। এর পর তার অসুস্থতা বৃদ্ধি পেলে ও বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর চাপে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন। এবং সেই থেকে কোনোরকম হোম-কোয়ারেন্টিন না মেনে ঐ সুমি আফরিন ও তার পরিবারের সদস্যরা বাজার,হাসপাতাল,ব্যাংক সহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরাঘুরি করতে থাকে।
এ ব্যাপারে স্থানীয় সূধী মহলতাদেরকে হোম-কোয়ারেন্টিন মেনে চলার পরামর্শ দিলে তারা বিভিন্ন ধরনের মানহানিকর কথা বলতে থাকে। এবং নিছক গুজব বলে উড়িয়ে দেয় ।
এ দিকে সোমবার দুপুরে সুমি আফরিনের করোনা পজিটিভ রিপোর্ট আসলে কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া থানা পুলিশের একটি ইউনিট বাড়িটি লকডাউন করেন। আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, কলারোয়া থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক শেখ সাঈদ সহ সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের পেশকার ও অফিস সহকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ দিকে করোনাভাইরাসের লক্ষণ থাকায় নমুনা সংগ্রহের পর রোগী ও তার পরিবারের সদস্যদের এলাকায় অবাধ ঘোরাঘুরির কারনে জনমনে আতঙ্ক বিরাজ করছে ।