
কামরুল হাসান,কলারোয়াঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত হোসেন আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০০৮ সালের ৪ ডিসেম্বরের এ’দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে আসছে জুম্মাবাদ তুলসীডাঙ্গা গ্রামের মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত হোসেন আলীর জন্য শুভাকাঙ্খিদের কাছে দোয়া কামনা করেছেন মরহুমের বড় জামাতা কলারোয়া বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান কামরুল।