কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে আবারও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে খোরদো এলাকায় ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। সব মিলিয়ে কলারোয়া উপজেলায় মোট ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি একজন ব্যাংকার। তিনি খোরদো গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত। নাম আল আমিন হাওলাদার (২৩)। তাঁর পিতার নাম ইব্রাহিম হাওলাদার। গ্রামের বাড়ি পটুয়াখালীর শিয়াকাটি গ্রামে। বসবাস করেন খোরদো বাজারের একটি ভাড়া বাড়িতে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান মঙ্গলবার এই পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন।
উপজেলায় শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে গত রোববার সুস্থ হয়েছেন দাঁড়কি গ্রামের মাজেদুল ও তাঁর স্ত্রী মিম। চন্দনপুর ইউনিয়নে শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে অপর ৪ জনও সুস্থতার পথে। এই ৪ জনের ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ এসেছে বলে দায়িত্বশীল সূত্র জানায়।