কলারোয়া ব্যুরো:
কলারোয়া উপজেলার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত আসনের ২৪ ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। এ
সময় শপথ বাক্য পাঠে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, শাহানাজ নাজনীন খুকু, কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান স.ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইদ আলী গাজী।
এসময় শপথ নিলেন-কেরালকাতা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য কহিনুর বেগম, ২নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সোনিয়া লায়লা, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মনোয়ারা বেগম, ইউপি সদস্য মুজিবুর রহমান মজু, শিমুল হোসেন, মোশারফ মোড়ল, মিজানুর রহমান, সাহাজুল সরদার, মোস্তফা কামাল, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মোতাহার রহমান, কুশোডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফরিদা বেগম, ২নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মর্জিনা খাতুন, ৩নং ওয়ার্ডের ওয়ার্ডের সংরক্ষিত সদস্য কদবানু বেগম, ইউপি সদস্য জাকির হোসেন, আনিছুর রহমান, ফরিদউজ্জামান, আব্দুল গফ্ফার, অনন্ত দালাল, আহসান হাবীব, মফিজ উদ্দীন মুফতি, আলী আহম্মাদ, শেখ ফারুক হোসেন।