
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস কতৃক মঙ্গলবার সকাল ১০টা থেকে অফিস চত্ত্বরে ৮নং কেরালকাতা ইউনিয়নের ৩৩৩ জন নারীর মাঝে মোট ৯৯ লাখ ৯ হাজার ভাতার টাকা বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন জানান, সরকারের বরাদ্ধকৃত ভাতার টাকা বিতরণের ধারাবাহিকতায় ৯ জুন কেরালকাতা ইউনিয়নের ৩৩৩ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে (জানুয়ারী থেকে জুন) ছয় মাসের বরাদ্ধককৃত ৯৯ লাখ ৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
ভাতার টাকা বিতরণকালে সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসের কর্মকর্তা আলহাজ আ: সামাদ, ইউনিয়ন সমাজকর্মী ফজলুল হক, ভিডিপি সদস্য নাসিরউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।