
নিজস্ব প্রতিবেদক: পেশীশক্তির প্রয়োগ করে পৈত্রিক জমি থেকে উচ্ছেদের চেষ্টা করছে কলারোয়া উপজেলার বামনখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের সামছুর রহমান। জমির মালিক রেজাউল ইসলামকে তার নিজ জমিতে ঘর বাঁধতেও দিচ্ছেনা সে। এ ছাড়া রেজাউলের ৭ সদস্যের পরিবারে চলাচলের পথও বন্ধ করার পায়তারা করছে সামছুর রহমান।
রেজাউল ইসলাম জানান, ‘ফেব্রয়ারি মাসের ১৫ তারিখ সকাল ১১টার সময় সামছুর রহমান (৫০) অজ্ঞাতনামা আরও ৪-৫জনকে সাথে নিয়ে আমার ভোগ দখলিয় জমির উপর থেকে গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। এসময় আমি বাধা দিলে সামছুর রহমান আমাকে খুন করতে উদ্যোত হয়। পরে আমি চিৎকার করলে আমার পরিবার ও স্থানীয় ব্যাক্তিরা আমকে উদ্ধার করে। এ সময় সামছুর আমাকে জমি ছেড়ে দিতে বলে না হলে আমাকে খুন করার হুমকিও দেয়। অবস্থা বে-গতিক দেখে আমি অবিরিক্ত জেলা ম্যাজিঃ আদালতে একটি (১৪৫ধারা) মামলা দায়ের করি গত ২৮শে ফেব্রæয়ারিতে। মামলার খবর গোপনে জানতে পেরে ও কোর্ট থেকে থানায় শান্তি-শৃংঙ্খলা রক্ষার নির্দেশ আসতে কিছু সময় বিলম্বের সুযোগ নিয়ে সামছুর আমার পরিবারের চলার পথ বন্ধ করে ঘর তৈরির জন্য ভিট কাটতে থাকে। আমি বাধা দিতে গেলেই সে আমাকে বারবার প্রাণনাশের হুমকি দিয়ে আসে। এরপর কলারোয়া থানায় আদালতের নোটিশ পৌছুলে অফিসার ইনচার্জের নির্দেশে এসআই নুরুজ্জামান ঘটনাস্থলে এসে সামছুরকে নিবৃত করে। সেই সাথে আদালতে মামলার সুরাহা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায়ের নির্দেশ দেন।’
এখানে থেমে নেই জমি লোভী সামছুরের অপকর্ম। রেজাউলের ভিটে বাড়িতে একটি মুরগির খামার করছিলেন আত্মকর্ম সংস্থানের জন্য। সেটিও করতে বাধা দিয়ে রেখেছে সামছুর।
ওফাপুর গ্রামের মৃত শেখ ফরিদের ছেলে আব্দুল হামিদ জানান, আমাদের জানা মতে দুটি জমিই রেজাউলের। এর আগে চেয়ারম্যান মেম্বার শালিষ করলেও সেটি মানতে নারাজ সামছু। সে অবৈধ ভাবে রেজাউলের জমি দখল করার পায়তারা করছে।