
কলারোয়া ব্যুরো:
কলারোয়া সীমান্তে ভারতে পাচারের জন্য বহনকরা ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রবিবার দুপুরের দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের তালসারি নামক স্থান থেকে স্বর্ণসহ আমির হোসেন(৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করে ৩৩,বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের টহল দল। আটক হওয়া ওই ব্যক্তি উপজেলার ভাদিয়ালি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৯৪৩ গ্রাম। যার মূল্য ধরা হয়েছে ৭৩ লক্ষ ৮০ হাজার ১৪৩ টাকা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।