
কলারোয়া ব্যুরো: ৪০তম বিসিএস এর মাধ্যমে কলারোয়া সরকারি কলেজে পদায়নকৃত সাধারণ শিক্ষা ক্যাডারের ৬জন নবীন কর্মকর্তার যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ চত্বরে শিক্ষক পরিষদ কলারোয়া সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের উপধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান। সদ্য যোগদানকারী ৪০তম বিসিএস শিক্ষক হলেন- প্রভাষক সরোজ আলী সরদার (উদ্ভিদ বিদ্যা), প্রভাষক আহসান উল্লাহ (রসায়ন), প্রভাষক সেবানন্দ কুমার সরকার (ব্যবস্থপনা) ও প্রভাষক অমিত কুমার ঘোষ (কৃষি বিজ্ঞান)। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ কর্মচারীবৃন্দ।