কলারোয়া ব্যুরো:
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এস.এম.সি সদস্য গণপতি বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালে কলারোয়ার পালপাড়া গণহত্যার সময় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা সেই গণহত্যায় আহত প্রত্যক্ষদর্শী বাবু তৈলক্ষ পাল।
সহকারী শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় গণহত্যা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস, আবু রায়হান, বুশরা হোসেন, নাহিদুজ্জামান, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বাবু তৈলক্ষ পাল পালপাড়া গণহত্যার সেই লোমহর্ষক ঘটনা নিজমুখে শোনান এই প্রজন্মের নবীন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা পালপাড়া গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় আহত তৈলক্ষ পালকে রাষ্ট্রীয় সম্মাননার আহ্বান জানান। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে শহিদদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।