রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: তৃতীয় বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হওয়ায় কলারোয়া পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার (১১ আগষ্ট) সন্ধায় ওসির কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সক্রিয় সংবাদ কর্মীদের পেশাগত কাজে ওসির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন রহমান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান, সহ-সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী নেওয়াজ সোহাগ, কোষাধ্যক্ষ মো. সোহাগ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলামিন গাজী। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানিয়ে স্থানীয় সাংবাদিকের ওসি মোহা: মোস্তাফিজুর রহমান বলেন, আদর্শ সমাজ গঠনে কাজ করে সাংবাদিকরা। সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে এই প্রত্যাশা করে ওসি আরো বলেন মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিয়ে এবং ইপটিজিংসহ সমাজে যে কোন অপরাধ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকল সাংবাদিককে আহবান জানান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা
পূর্ববর্তী পোস্ট