নিজস্ব প্রতিবেদক:
গণহত্যা দিবস উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, বিদায়ী অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, সহকারি প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।