কলারোয়া ব্যুরো: কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা হুইলচেয়ার পেল। চলাফেরা করতে অসমর্থ এই শিশুরা হুইলচেয়ার পেয়ে খুব খুশি হয়েছে। এতে কিছুটা ভারমুক্ত হয়েছেন তাদের মা-বাবারা। রোববার বেলা ১১ টার দিকে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ হুইলচেয়ার শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য (সাতক্ষীরা-১) এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এ হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান। তিনি জানান, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ শিক্ষার্থীদের মাঝে এই হুইলচেয়ার প্রদান করা হয়। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক শিক্ষা বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশেকুজ্জামান, হারুন অর রশিদ, মন্ডল মধুসুদনসহ সকল প্রধান শিক্ষকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।
কলারোয়ায় হুইল চেয়ার পেল শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা
পূর্ববর্তী পোস্ট