
কলারোয়ায় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। কলারোয়া উপজেলায় সলিডারিডাট নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, সমজসেবা কর্মকর্তা অনিমেশ দাশ, পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসের ওয়াহিদ মুরাদ, প্রকল্পের খুলনা অঞ্চলের ম্যানেজার মোস্তফা নুরুল ইসলাম, উত্তরণ খুলনার মোহাম্মদ ইকবাল হোসেন, সাতক্ষীরা প্রোগ্রাম অফিসার মশিউর রহমান, উত্তরণ কলারোয়া অফিসের মাজহারুল ইসলাম, কামরুজ্জামান, খোকন সরদার, দীপঙ্কর মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, কলারোয়া উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য সকলের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পটি নেদারল্যান্ডসের রাজকীয় দূতাবাস অর্থায়ন করে আসছে।

