কলারোয়া ব্যুরো: কলারোয়ায় মাদক ও ধর্ষণসহ পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ২ জন, ধর্ষণ মামলায় ১ জন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৩ জন সহ সর্বমোট ১৬ জন আসামি গ্রেফতার হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স শুক্রবার ভোরে থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ গ্রাম গাঁজা সহ সুকচাঁদ মন্ডল, পিতা-মৃত কিনু মন্ডল, সাং-চন্দনপুর, জাহাঙ্গীর হোসেন বাবলা, পিতা-আব্দুল মজিদ দালাল, সাং-কাকডাঙ্গা, ধর্ষণ মামলায় এরশাদ গাজী, পিতা-মৃত শরিয়ত উল্লাহ, সাং-জালালাবাদ এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি তাসলিমা খাতুন, পিতা-জামাল, সাং-গাজনা, মহিদুল, পিতা-নুর আলী, সাং-ছলিমপুর, মাসুদ রানা তাজু, পিতা-কামাল উদ্দিন, সাং-কেঁড়াগাছি, নুর ইসলাম, পিতা-করিম বক্স, সাং-শ্রীহরিপুর, শহিদুল, পিতা-আফিল, সাং-ভাদিয়ালী, রুস্তম, পিতা-জালাল, শওকত, পিতা-জালাল, উভয় সাং-গোয়ালচাতর, আনিছ, পিতা-আব্দুল আজিজ, সাং-পাঁচনল, আমির, পিতা-ইমান, সাং-ভিখালী, মঞ্জুয়ারা, স্বামী-আসাদুর, রেহেনা, স্বামী-জিয়াউর, মনোয়ারা, স্বামী-হামিদ, সর্বসাং-লাঙ্গলঝাড়া এবং আনোয়ার, পিতা-হযরত আলী, সাং-গয়ড়া, সর্বথানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সকল আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান।
কলারোয়ায় মাদক ও ধর্ষণসহ পরোয়ানাভুক্ত ১৬ আসামি গ্রেফতার
পূর্ববর্তী পোস্ট