কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। অভিযানকালে লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর ফসলী মাঠ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে লোহাকুড়া গ্রামের মাটি কাটার গাড়ির মালিক জুবায়ের হোসেন(২৮) কে ওই জরিমানা করা হয়। আদালতের বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন ভ‚মি অফিসের প্রনব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা জানান, সমাজে যে কোন অপরাধ রোধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।